image

হৃদরোগের ব্যাপারে সন্দেহ বা ভয়ের কোন অবকাশ নেই

হৃদযন্ত্র মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ্য অঙ্গ। জেনেটিক, লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস এর কারণে আমাদের দেশে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। ফলে হৃদরোগের বিষয়ে আমাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। অনেকে হৃদরোগের লক্ষণ যেমন, অল্প পরিশ্রমে ক্লান্তি, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা ইত্যাদি থাকা সত্ত্বেও সন্দেহের কারণে অথবা ভয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়না যা পরবর্তীতে Heart Attack এর মত জটিলতা তৈরি করতে পারে।  আবার অনেক রোগী মেটাবলিক ডিজিজ যেমন, ডায়াবেটিস বা উচ্চরক্তচাপে ভুগছেন কিংবা বয়স ৫০ এর উর্ধে অথবা পরিবারে অনেকের হৃদরোগ আছে তাদের কোন লক্ষণ না থাকলেও বা স্বল্প লক্ষণ দেখা দিলেই কার্ডিয়াক স্ক্রীনিং অর্থাৎ ECG, ECHO, ETT পরীক্ষা করে নিশ্চিত হওয়া প্রয়োজন হৃদরোগ আছে কিনা। হৃদরোগ ধরা পড়লে ভয়ের কোন কারণ নেই কেননা সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করে নিয়মতান্ত্রিক জীবন যাত্রা ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা যায়।