image

হৃদরোগ চিকিৎসায় হার্ট ফেইলিওর এর গুরুত্ব

হৃদরোগ চিকিৎসায় হার্ট ফেইলিওর একটি গুরুত্বপূর্ণ বিষয়। হার্ট ফেইলিওর আছে কিনা বা এর মাত্রা কতটুকু তা না জেনে হার্টের যেকোন চিকিৎসা ঝুঁকি পূর্ণ্য। বিশেষ করে ভাল্বের সার্জারি, বাইপাস সার্জারি, এমনকি হার্ট অ্যাটাকের পরেও হার্ট ফেইলিওর এর ইনডেক্স না জেনে সার্জারি করা উচিত নয় কেননা সার্জারির ফলাফল অনেক অংশে এর উপর নির্ভর করে। NT-proBNP ডায়াগনস্টিক টেস্ট এর মাধ্যমে হার্ট ফেইলিওর এর ইনডেক্স জানা যায়। চিকিৎসা পরবর্তী দীর্ঘমেয়াদী সুফল পেতেও NT-proBNP টেস্ট ফলাফল অর্থাৎ ফেইলিওর এর মাত্রা জানার কোন বিকল্প নেই কারণ লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, ওষুধ সেবন অনেক অংশেই এর উপর নির্ভরশীল।